Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড.কামালের মত ভাড়াটে খেলোয়াড় দিয়ে জয় পাওয়া যাবে না : না‌সিম


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : ড. কামাল হোসেনের নেতৃত্বধানী জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে ১৪ দলের মুখপাত্র ও সাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা এতদিন দেখেছি খেলার সময় খেলোয়াড় ভাড়া করা হয়। এখন দেখছি ড. কামাল হোসেনের মত নেতারাও ভাড়ায় যাচ্ছেন।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর ১৪ দলের সমাবেশ প্রস্তুতি সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে খেলবেন খেলেন, কোন সমস্যা নেই। তবে ভাড়াটে খেলোয়াড় দিয়ে কি কখনো জয় পাওয়া যায়? যায় না। যাদের নিজেদেরই কোন অস্তিত্ব নেই তারা অন্য দলে গিয়ে কী অস্তিত্ব পাবে?’

যারা জাতীয় ঐক্যের ঘোষণা দিচ্ছে তাদের প্রতি মানুষের আস্থা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা( যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা) বর্ণচোরা, আপনাদের প্রতি দেশের জনগণের আস্থা নেই। আমি বিশ্বাস করি আপনাদের কর্মীদেরও আপনাদের প্রতি আস্থা নেই।’

নির্বাচন বানচালের কোন চেষ্টা সফল হবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যে কোন দল অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে আমাদের কোন প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলো, ঐ সমস্ত চেনা মুখগুলো যখন গণতন্ত্রের কথা বলে মাঠে নামে তখন এদেশের মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়। যখনই এদেশে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, এই চেনা মুখগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য বারবার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। নির্ধারিত সময়ে নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

নির্বাচনে সেনা মোতায়েনের নামে সেনাবাহিনীকে উত্তেজিত করা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সিনিয়র নেতা বলেন, ‘আমরা দেখেছি কিভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে অতীতে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’

নির্বাচনে সেনা মোতায়েনের অযৌক্তিক দাবি তুলে বিএনপি নির্বাচনী মাঠ গরম করতে চাইছে বলে অভিযোগ করেন মোহাম্মদ নাসিম। তিনি ব‌লেন, ‘নির্বাচনে তো আছে মাত্র তিন মাস। অল্প কিছুদিনেই হয়তো নির্বাচন কমিশন নির্বাচনের সিডিউল ডিক্লেয়ার করবে। তাদের সিদ্ধান্ত দেবে।’

এমন সময়ে কেন বিভিন্ন রাজনৈতিক দল বা জোট বিভিন্ন দফা ঘোষণা করছে সেই প্রশ্ন তোলেন তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

ড. কামাল হোসেন ভাড়াটে খেলোয়াড় মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর