Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির খ ইউনিটে পাসের হার ১৪ শতাংশ


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৮

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীন খ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবছর পরীক্ষায় অংশ নেন ৩৩ হাজার ৮৯৭জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন চার হাজার ৭৪৭ জন। খ ইউনিটের অধীনে আসন সংখ্যা দুই হাজার ৩৭৮টি।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে।

এছাড়া DU KHA লিখে রোল নম্বর লিখে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

যে শিক্ষার্থীরা পাস করেছেন তারা আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১০অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সারাবাংলা/কেকে/এসএমএন

খ ইউনিট ঢা‌বি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর