Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে ইইউ’র অনুদানের ঘোষণা


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়নে এক দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অনুদানের এই অর্থ কক্সবকাজারের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় খরচ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইইউ-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক বার্তায় এই তথ্য জানান হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বারডান জাং রানা ওই বার্তায় বলেন, ‘অনুদানের এই অর্থ জীবন বাঁচানোর প্রাথমিক পরিচর্চায় ব্যয় করা হবে। পাশাপাশি নীপিড়িত এই জনগোষ্ঠীর মৃত্যুর সংখ্যা কমাতে কজ করা হবে।’

রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবায় নিয়োজিত ১০০ এরও বেশি দেশি-বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ক হিসেবে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই তথ্য জানিয়ে বারডান জাং রানা বলেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

সারাবাংলা/জেআইএল/এমআই

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর