Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেলেন ৪ অতিরিক্ত সচিব


২৯ নভেম্বর ২০১৭ ১২:৩৭

সারাবাংলা প্রতিবেদক

ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা চার অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। এই চারজনকে পদোন্নতির মাধ্যমে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জন।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের মো. মোফাজ্জেল হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাফরূহা সুলতানা।

রেওয়াজ অনুযায়ী, এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়েছে।

একে

পদোন্নতি বাংলাদেশ সরকার সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর