ঢাবির অধিভুক্ত ৭ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু
২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১১
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ভর্তির অনলাইন প্রক্রিয়ার উদ্বোধন করেন। বিকেল ৫টা থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যাবে।
কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
এই সাত কলেজে বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে আগামী ৯ নভেম্বর। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে আগামী ১০ নভেম্বর এবং বাণিজ্য অনুষদের পরীক্ষা হবে আগামী ১৬ নভেম্বর। তিনটি অনুষদে মোট আসন ২৩ হাজার ৩৪০টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৬ হাজার ৫০০, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১১ হাজার ৬৩০ এবং বাণিজ্য অনুষদে ৫ হাজার ২১০টি।
www.7collegedu.com এই ওয়েবসাইটে সাত কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
সারাবাংলা/কেকে/এসএমএন