Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার ৪ আসামি রিমান্ডে


২৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার চার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে কালিগঞ্জ আমলি আদালত-২ এর বিচারক ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হুমায়ন কবির এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, কৃষ্ণনগর গ্রামের ইউপি সদস্য ফজলু গাজী, একই গ্রামের আব্দুল হামিদ, কালিকাপুর গ্রামের রাজবুল হোসেন ও কৃষ্ণনগর গ্রামের মন্টু ঘোষ।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব হোসেন জানান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার এজাহারে থাকা চার আসামিকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে আমলি আদালত-২ এর বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় এ পর্যন্ত মোট ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি আব্দুল জলিল গাইন গত ১৫ সেপ্টেম্বর রাতে গণপিটুনিতে মারা যান। এর আগে অপর তিন আসামি মোজাফফর হোসেন, খোকন ঢালী ও রনজিত মন্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসে থাকাকালীন চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে একই ইউপির সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আদুল জলিল গাইনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

 

ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর