Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবির আপন শক্তিতে মটোরোলার নতুন যাত্রা


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রবিশপের হাত ধরে বাংলাদেশের বাজারে ‘মটো ই-ফাইভ’ ও ‘মটো ই-ফাইভ প্লাস’ নামে নতুন দুটি হ্যান্ডসেট এনেছে মটোরোলা কোম্পানি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে হ্যান্ডসেটগুলোর উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এখন সবার হাতে হাতে মোবাইল ফোন থাকায় মোবইল ফোনকে মানবদেহের একটি অংশের সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, স্মার্ট ডিভাইসটি মানুষের আঙুলের স্পর্শ উপলব্ধি করতে পারে। ব্যবহারকারীর নির্দেশক্রমে ডিভাইসটি প্রতিক্রিয়াও দেখাতে পারে।

সারাদিনে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা সম্পের্কে তিনি বলেন, আমার ঘুম ভেঙেছে মোবাইল ফোনের অ্যালার্ম শুনে। আমি খবরের কাগজের পরিবর্তে হাতের স্মার্ট ডিভাইসটি ব্যবহার করে মানসম্মত নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়ে নিতে পারছি।সকালবেলা দৈনিক পত্রিকা খোঁজার সেই দিনটাও বদলে গেছে স্মার্টফোনের কারণে।

এ ছাড়া দেশে  বর্তমানে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৫ কোটি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে বলেও জানান তিনি।

এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দেশজুড়ে ৭ হাজার একশ’টি ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক দিয়ে দেশের বৃহত্তম ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। এ প্রেক্ষিতে দেশে মটোরোলার নতুন তিনটি হ্যান্ডসেট উদ্বোধনের ক্ষেত্রে তাদের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।

এ ছাড়াও, রবির ই-কমার্স সাইট রবিশপ এবং রবির সহায়ক ই-কমার্স ব্র‍্যান্ড ডিজিরেডের সহযোগিতায় দেশজুড়ে গ্রাহকরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত হ্যান্ডসেটটি কিনতে পারবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর