হারিছ চৌধুরীর এপিএসের জামিন বাতিল, কারাগারে পাঠানোর আদেশ
২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ সেপ্টেম্বর) পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।
এদিন সকাল ১১টায় আদালতের কার্যক্রম শুরু করেন আইনজীবীরা। একপর্যায়ে জিয়াউল ইসলামের আইনজীবী আমিনুল ইসলাম আদালতের প্রতি অনাস্থা দেখিয়ে মামলাটি বদলির আবেদন করেন।
আদালত শুনানি শেষে মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে কারাগারে আটক রাখার আদেশ দেন। আনস্থার বিষয়ে আগামীকাল আদেশ দেওয়া হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী, তার এপিএস জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি। মামলাটিতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।
সারাবাংলা/এআই/এমও