Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউরোপিয়ান আ. লীগের সাক্ষাৎ


২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:২১

।। লন্ডন ।।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা বিরতি করেন। প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিতে শনিবার (২২ সেপ্টেম্বর) হোটেল ক্লারিজে তার সাথে সাক্ষাৎ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। প্রবাসী দলীয় সংগঠনগুলোতে চলা বিশৃঙ্খলার অভিযোগও জানেন বলে উল্লেখ করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের পর সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর নতুন কমিটি করে দিবেন বলে প্রধানমন্ত্রী জানান।

এসময় বিভিন্ন দেশের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সহ -সভাপতি লোকমান হোসেন, এম নজরুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি বেনজির সেলিম , সহ -সভাপতি এম,এ,কাশেম , মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম , মোহাম্মদ আতিকুজ্জামান , অধ্যাপক অপু, ইতালি আওয়ামী লীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী, হাসান ইকবাল, আসমা জাকির, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া , বেলজিয়াম আওয়ামী লীগ এর সভাপতি শহিদুল হক , সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর , সহ সভাপতি আব্দুস সালাম , সাবেক সভাপতি বজলুর রশিদ বুলু , হুমায়ন মাকসুদ হিমু, আখতারুজ্জামান হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, পর্তুগাল আওয়ামী লীগ এর সাবেক সভাপতি রফিক উল্লাহ , সহ সভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া , ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া ,ডেনমার্ক আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড, বিদ্যুৎ বড়ুয়া , স্পেন আওয়ামী লীগ এর সভাপতি আক্তার হোসেন আতা , সহ সভাপতি বোরহান উদ্দিনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

তবে অনুপস্থিত ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম,এ,গনি।

সারাবাংলা/এনএইচ

লন্ডন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ