Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নের বার্তা পৌঁছে দিতে কক্সবাজারের পথে আ.লীগের প্রতিনিধি দল


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা সাধারন মানুষের মাঝে পৌঁছে দিতে বিমান, রেল ও সড়কপথে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

রোববার (২৩ সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে। পথে চকরিয়ার বাসটার্মিনাল, ঈদগাঁও হাইস্কুল মাঠে পথসভা করা হবে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, সভাপতি মন্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

চকরিয়ায় আয়োজিত পথসভা সফল করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক-পৌর মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চকিরয়ার পথসভা স্থলের সবশেষ কার্যক্রম পরিদর্শন করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান জানান, ‘আজ নৌকা মার্কার পক্ষে সাধারন মানুষের ঢল নামবে। কারণ শেখ হাসিনার উন্নয়ন মানুষ খুব কাছ থেকে দেখেছে। এ দেশে শেখ হাসিনার বিকল্প নেই সেটি কক্সবাজারের মানুষ জানে।’

সারাবাংলা/এসএমএন

ওবায়দুল কাদের পথসভা বাংলাদেশ আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর