Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই’


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নাটোর : নতুন গঠিত রাজনৈতিক জোট ‘বৃহত্তর জাতীয় ঐক্যে’র প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক বলেছেন,‘ড. কামাল হোসেনরা সকল দুষ্কর্মের ঘাঁটি বিএনপিকে রাজনীতিতে পুনর্বাসনের ঠিকাদারি নিয়েছেন। তাঁরা যদি এই ঠিকাদারি বন্ধ না করেন, তাহলে জামায়াত-বিএনপির যে পরিণতি হয়েছে, তাঁদেরও সেই পরিণতি ভোগ করতে হবে।’

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে নাটোরের বনপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন অভিযোগ করে হাসানুল হক ইনু বলেন, ‘তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আর এখন আমরা যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি তখন বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত ১০ বছর ধরে বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নির্বাচিত সরকারকে উৎখাতের চক্রান্ত করেছে। তারা এখন আগামী একাদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে, যাতে একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আসে।’

‘এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প নেই। তাই আওয়ামী লীগের সঙ্গে, ১৪ দলের সঙ্গে আছে জাসদ’, যোগ করেন এই জাসদ নেতা।

এসময় নাগরিক ঐক্যের প্রধান আইনজীবী ড. কামাল হোসেনের বিভিন্ন দাবি-দাওয়ার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ড. কামাল হোসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন। যদি সেই রাজনৈতিক দলের সদস্য খুনের মামলার আসামি হন, ঋণখেলাপি হন তাহলেও কি তাকে মুক্তি দিতে হবে? প্রশ্ন রাখেন মন্ত্রী।

বিজ্ঞাপন

জনসভায় স্থানীয় আওয়ামীলীগ ও জাসদ নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এসএমএন

ইনু ঝিনাইদহ হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর