Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলি’ মাদক ব্যবসায়ীর মৃত্যু


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে গুলিবিদ্ধ হয়ে সেলিম (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির এক পর্যায়ে সেলিম নিহত হন।

উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় শনিবার (২২ সেপ্টেম্বর) দিবারাত ২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার কাশিপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

ওসি জানান, বলুহর ডাকাত তলা মাঠ এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যান পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামে এক মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩০০ পিস ইয়াবা, চারটি মোবাইল সেট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

ওসি জানান,  সেলিমের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন/একে

ঝিনাইদহ মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর