Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতে হাত রেখে ঐক্য ঘোষণা


২২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হাতে হাত রেখে ঐক্যের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন- ২০ দলীয় জোটের নিবন্ধিত ৬ দল আসেনি নাগরিক সমাবেশে

এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে রাজননৈতিক অঙ্গনে চলতে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান ও খন্দকার ড. মোশাররফ হোসেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সমাবেশস্থলে যান বিএনপির শীর্ষ চার নেতা। সেখানে যান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও।

সমাবেশ শুরুর আগে ঐক্য প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

‘কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। সমাবেশ ঘিরে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সমাবেশে আরও উপস্থিত রয়েছেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর আহমেদ, নাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি মোস্তফা জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোনার বাংলা পার্টির আবদুর নূর, গণদল সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

সমাবেশ সুন্দর ও সুশৃঙ্খল করতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

আরও পড়ুন

জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি, পুলিশ সতর্ক

জাতীয় ঐক্য প্রক্রিয়া ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর