Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐক্যের সমাবেশে যোগ দিয়েছে বিএনপি, সতর্ক পুলিশ


২২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৩

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সমাবেশস্থলে যান বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান ও খন্দকার ড. মোশাররফ হোসেন।

এর আগে গণফোরামের সভাপতি ড. কামালসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হতে থাকেন।

‘কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ এ সমাবেশের আয়োজন করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। সমাবেশ ঘিরে সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরইমধ্যে সমাবেশে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর আহমেদ, নাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি মোস্তফা জামান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোনার বাংলা পার্টির আবদুর নূর, গণদল সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

পুলিশ বলছে, সমাবেশ সুন্দর ও সুশৃঙ্খল করতে পুলিশের কড়া নজরদারি রয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।

নাম অপ্রকাশে পুলিশের একজন সদস্য সারাবাংলাকে বলেন, ‘বিশৃঙ্খলার পাশাপাশি বিভিন্ন মামলার চিহ্নিত আসামিদের পেলে তাদের গ্রেফতার করা হতে পারে।’

বিজ্ঞাপন

তবে পুলিশের গ্রেফতার এড়াতে আগত নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে একাধিক নেতাকর্মী।

গণফোরামের একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘পুলিশ তো মামলা ছাড়াও গ্রেফতার করতে চায়। এ জন্য আমরাও যথেষ্ট সতর্কতার সঙ্গে সমাবেশে অংশ নিয়েছি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাজ নিরাপত্তা নিশ্চিত করা। যদি কাউকে আটক করা হয় সেটি নিশ্চয় সুনির্দিষ্ট কারণে ধরবে। কিন্তু অহেতুক কাউকে হয়রানি করবে না আইন শৃঙ্খলাবাহিনী।’

সারাবাংলা/এসএইচ/একে

জাতীয় ঐক্য প্রক্রিয়া ড. কামাল সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর