কমিউনিটি ক্লিনিক হবে রোল মডেল: গোলাম দস্তগীর গাজী
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪২
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: আগামীতে কমিউনিটি ক্লিনিক হবে স্বাস্থ্যসেবার রোল মডেল বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি।
শনিবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের চনপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক সেবা চালু করে। এরপর বিএনপি সরকার আবার ক্ষমতায় এসে গ্রাম অঞ্চলে কমিউনিটি সেবা বন্ধ করে দেয়। কমিউনিটি সেবা বন্ধ থাকার কারণে অনেক গভর্বতী মা মারা গেছেন। কিন্তু আওয়ামী সরকার এই কমিউনিটি সেবা চালুর মাধ্যমে মাতৃমৃত্যুর হার অনেকাংশেই কমিয়ে এনেছে। এছাড়া আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে এ কমিউনিটি স্বাস্থ্যসেবা হবে উন্নয়নের রোল মডেল। শুধু তাই নয়, এমন একসময় আসবে যখন প্রাইভেট ক্লিনিকের চেয়ে কমিউনিটি ক্লিনিকে মানুষ ভালো সেবা পাবে।’
তিনি আরও বলেন, ‘রূপগঞ্জের চনপাড়া কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবায় সারাদেশের ভেতরে ৬ষ্ঠ ও ঢাকা জেলার ভেতরে প্রথম হয়েছে। আমাদের এখানে স্থানীয়রা সবধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছে। আগামীতে আরও ভালো সেবা পাবে। আমাদের প্রধানমন্ত্রী জনবান্ধব প্রধানমন্ত্রী। আর এবার ক্ষমতায় আসলে সারাদেশের মানুষ আশা করি আরও ভালো সেবা পাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, চনপাড়ার ওয়ার্ড সদস্য বিউটি আক্তার, বজলুর রহমানসহ অন্যরা।
সারাবাংলা/এসজে/একে