ছেলেকে কোলে করে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে গেলেন মা, ছবি ভাইরাল
২১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৪
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সবাই ছবিটি শেয়ার দিয়ে মায়ের অপরিসীম ভালোবাসার কথা লিখছেন।
বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বারান্দা থেকে ছবিটি ধারণ করেছেন মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এম এ আল মামুন (বাইনারী)।
ছবিটিতে দেখা যায়, একজন মা তার প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছেন। তবে ওই মায়ের পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার (২১ সেপ্টম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল।
ছবির বিষয়ে আলোকচিত্রী বলেন, দৃশ্যটি দেখে মনে হলো জন্মদাত্রী মা শুধু দশমাস পেটে ধারণ করে না, সারাজীবন আগলেও রাখে। মায়ের ভালবাসা অসীম।
তিনি আরও বলেন, ছবিটি দেখে ছোট বেলায় আমার মা জুতা পরিয়ে কোলে করে পরীক্ষা দিতে নিয়ে যেতেন সে কথা মনে হলো। দৃশ্যটি দেখে তিনি ছোট বেলায় ফিরে যান বলেও মন্তব্য করেন।
সারাবাংলা/কেকে/এমআই