তাজিয়া মিছিল
২১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৫
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম বা আশুরার দিনটি মুসিলম বিশ্বে শোকের দিন হিসেবে খ্যাত। ঐতিহাসিক ও ঘটনাবহুল এই দিনটি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর মতো বাংলাদেশেও পালন হয়ে থাকে। বিশেষ করে রাজধানীতে দিবসটি পালন করা হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায়। নানা উদযাপনের মধ্যে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল অন্যতম। ঢাকা ও চট্টগ্রামের তাজিয়া মিছিলের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
চট্টগ্রামের তাজিয়া মিছিল
সারাবাংলা/এমআই