খুলনায় নয় পাটকলে অচলাবস্থা
২ জানুয়ারি ২০১৮ ১১:২৩ | আপডেট: ২ জানুয়ারি ২০১৮ ১১:২৮
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, খুলনা:
বকেয়া মজুরী পরিশোধের দাবিতে খুলনার ৯ পাটকলের শ্রমিকরা ১১ দফা দাবি মেনে নেওয়ার দাবিতে কর্মবিরতি ও ধর্মঘটে খুলনার পাটকলের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে অবস্থান নিয়ে ধর্মঘটের সমর্থনে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃস্টি করে। এসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০১৭) সকাল সোয়া ৯টায় ৮ সপ্তাহের মজুরির দাবিতে প্লাটিনাম জুট মিলের উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা। পরবর্তীতে সকাল ১০টায় একে একে ক্রিসেন্ট, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা তাদের মিলের উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।
সারাবাংলা/আরসি