Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতীরে অবৈধ পাঁচশ একর জমি উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ


২০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৫

।। সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫০১.২৬ একর জমি উদ্ধার করেছে। বৃহস্পতিবার(২০ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৮তম সভায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান।

সভায় জানানো হয়, উদ্ধারকৃত ৫০১.২৬ একর জমির মধ্যে ঢাকার চারপাশে ৩০৭.২৬ একর এবং নারায়ণগঞ্জে ১৯৪ একর জমি উদ্ধার করা হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে ৯,৭৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ঢাকায় ৬,৯৫১ টি এবং নারায়ণগঞ্জে ২,৭৭৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া, ঢাকা শহরের ৪৬টি খালের মধ্যে ২৬টি খাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩টি খালের সংস্কার কাজ চলছে। নতুন করে খাল যাতে দখল হয়ে না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহাদৎ হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএইচ

অবৈধ স্থাপনা নদী দূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর