‘সারাবাংলায় আড্ডা’ অনুষ্ঠানে জ্যোতিকা জ্যোতি
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
জ্যোতিকা জ্যোতি দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় ছাড়াও নানা কারণে তিনি থাকেন আলোচনায়। বর্তমানে আলোচনায় আছেন কলকাতা এবং বাংলাদেশের দুটি ছবি নিয়ে। এই সব বিষয় নিয়ে আড্ডা দিতে জ্যোতি এবার এসেছেন সারাবাংলার স্টুডিওভিত্তিক আয়োজন ‘সারাবাংলায় আড্ডা’য়।
সাম্প্রতিক সময়ে জ্যোতি আলোচিত হচ্ছেন রাজলক্ষী ছবিটির জন্য। আর কদিন বাদেই পশ্চিম বাংলায় মুক্তি পাবে ছবিটি। সারাবাংলা’য় আড্ডা অনুষ্ঠানে এই সব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আড্ডায় উঠে এসেছে তার ব্যক্তিজীবনেরও নানা প্রসঙ্গ।
‘সারাবাংলায় আড্ডা’ উপস্থাপনা করেছেন সারাবাংলার উপ সম্পাদক পলাশ মাহবুব। অনুষ্ঠানটি আজ সারাবাংলার ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। পুরো অনুষ্ঠানটি দেখা যাবে সারাবাংলার ইউটিউব পেজে।
অনুষ্ঠানটির ইউটিউব লিংক
https://www.youtube.com/watch?v=vub4QH28-FM
সারাবাংলা/টিএস