Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরাতন কারাগারের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ২০:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রিয় কারাগারের অনুসন্ধান ভবনের চারতলার ছাদে বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে মারা গেছেন এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে বিশেষ পুলিশের সারোয়ার আলম নামের এক কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত ব্যক্তির নাম রাকিবুল হক সৌরভ বিজয় (২৫)। তার বাড়ি  নরসিংদী জেলার ভেলাব থানার ভাবলা গ্রামে। বর্তমানে সে রাজধানীর মতিঝিল এলাকায় থাকতেন।

মৃত রাকিবুলের ছোট ভাই আজিজুল হক শুভ জানান, বিজয় সৌরভ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবলের বন্ধু। তার সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন সৌরভ। সেখানে চারতলা ভবনের ছাদে উঠলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।

তিনি আরও জানান, সৌরভ বিজয় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া করতেন।

উল্লেখ্য যে, কারাগারটি পরিত্যক্ত হলেও বিশেষ ব্যবস্থায় সেখানে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এই বিশেষ কারাগারে অবস্থান করছেন তিনি। এছাড়া এই মামলার বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর কার্যক্রমও সেখানে স্থানান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএমএন

পুরাতন কারাগার পুরান ঢাকা বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর