ভারতের কাছে রেকর্ড ব্যবধানেই হারল পাকিস্তান
২০ সেপ্টেম্বর ২০১৮ ০৯:১৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৬
স্পোর্টস ডেস্ক।।
আমিরাত নিজেদের ঘরের মাঠ, হংকংকে আগের ম্যাচে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের পাল্লাও ভারি ছিল তাদের। অন্যদিকে কাল হংকংকে কোনোমতে আরিয়ে ভারতই বরং একটু ব্যাকফুটে ছিল। কিন্তু মাঠে নামতেই সব হিসেবনিকেশ বদলে গেল। ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান, হেরে গেল ৮ উইকেটে। ১২৬ বল হাতে রেখেই ম্যাচটা জিতে গেছে ভারত, পাকিস্তানের বিপক্ষে বলের ব্যবধানে এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
কাগজে কলমে অবশ্য ম্যাচটার গুরুত্ব ছিল না খুব একটা। দুই দলই সুপার ফোরে উঠে গেছে, নিশ্চিত হয়ে গেছে সূচিও। তারপরও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা কিছুর হাতছানি। কিন্তু গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির মতো এই লড়াইও হলো একপেশে। পার্থক্য হচ্ছে, সেবার জিতেছিল পাকিস্তান, এবার জিতল ভারত।
পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের লক্ষ্যটা ভারত পেরিয়ে গেছে হেসেখেলেই। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ৮৪ রানের উদ্বোধনী জুটিই নিশ্চিত করে দিয়েছে জয়। পাকিস্তানের পেসাররা শুরু থেকেই ছিলেন এলোমেলো, দুই ওপেনার সেই সুযোগই নিয়েছেন। শেষ পর্যন্ত শাদাব খানের লেগ স্পিনের প্রথম বলেই আউট হয়ে গেছেন রোহিত, ৩৯ বলে ৫২ রান করে। ৪৬ রান করার পর ধাওয়ান ফাহিম আশরাফের বলে কাট করতে গিয়ে ক্যাচ দিয়েছেন পয়েন্টে। এরপর অম্বাতি রাইড়ু ও দীনেশ কার্তিক মিলে আর কোনো বিপদ হতে দেননি। ২৯ ওভারেই জয় এনে দিয়েছেন, দুজনেই অপরাজিত ছিলেন ৩১ রান করে।
তার আগে ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৬২ রান। ওপেনিংয়ে নামেন ফখর জামান এবং ইমাম উল হক। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দেন ইমাম উল হককে। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হওয়ার আগে ৭ বলে ২ রান করেন ইমাম। দলীয় ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে আর মাত্র ১ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার ফখর জামান। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর নিজের দ্বিতীয় উইকেটটি তুলে নেন। টপএজ হয়ে মিড-উইকেটে ক্যাচ দেওয়ার আগে ফখরের ব্যাট থেকে কোনো রান আসেনি।
দলীয় ৬০ রানের মাথায় হারদিক পান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন শোয়েব মালিক। তবে, ঝাপিয়ে পড়েও বল গ্লাভসবন্দি করতে পারেননি ধোনি। তখন শোয়েব মালিক ব্যক্তিগত ২৬ রানে ছিলেন। ৮৫ রানের মাথায় বাবর-শোয়েবের ৮২ রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলটি এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন বাবর আজম। বলের লাইন মিস করে বোল্ড হতে হয় ৬২ বলে চারটি চারের সাহায্যে ৪৭ রান করা বাবরকে। কুলদীপের বলে ব্যক্তিগত ৩৮ রানের মাথায় আবারো মিড-উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন শোয়েব মালিক, সেটা নিতে পারেননি ভুবেনেশ্বর।
ইনিংসের ২৫তম ওভারে কেদার যাদব ফিরিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে। বাউন্ডারি লাইনে বদলি খেলোয়াড় মনিশ পান্ডের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন ১২ বলে ৬ রান করা সরফরাজ। দলীয় ৯৬ রানের মাথায় পাকিস্তান চতুর্থ উইকেট হারায়। ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে রানআউট হন ৬৭ বলে একটি চার আর একটি ছক্কায় ৪৩ রান করা শোয়েব মালিক। আর ২৯তম ওভারের প্রথম বলে ৯ রান করা আসিফ আলিকে ধোনির ক্যাচে ফিরিয়ে দেন কেদার যাদব। দলীয় ১১০ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।
৩৩তম ওভারের শেষ বলে কেদার যাদবের বলের লাইন মিস করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ৮ রান করা শাদাব খান। দলীয় ১২১ রানের মাথায় সপ্তম উইকেট হারায় পাকিস্তান। ৪২তম ওভারের প্রথম বলে জাসপ্রিত বুমরাহ ফেরান ফাহিম আশরাফকে। শিখর ধাওয়ানের হাতে ধরা পড়ার আগে ৪৪ বলে দুটি বাউন্ডারিতে তিনি করেন ২১ রান। ৪৩তম ওভারের প্রথম বলে হাসান আলিকে (১) ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। জাসপ্রিত বুমরাহর বলে সবশেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হন কোনো রান না করােউসমান খান। মোহাম্মদ আমির ২৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ভুবনেশ্বর এবং কেদার যাদব তিনটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ। কুলদীপ যাদব একটি উইকেট দখল করেন। কোনো উইকেট পাননি হারদিক পান্ডে আর যুভেন্দ্র চাহাল।
সারাবাংলা/ এএম