Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরিকুল-মাহবুবসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ সাতজনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

জামিন পাওয়া অন্যরা হলেন, অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, আডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস ওয়াহিদা এবং অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।

এসব মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এহসানুর রহমান।

পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘৮০ বছর উর্ধ্ব আইনজীবীদেরকে আসামি করে মামলা করা খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘গভীর রাতে পেট্রোল বোমা মারা বা পুলিশের ওপর হামলার ঘটনা সাজিয়ে সরকার বানোয়াট ও আজগুবি মামলা করছে। এতে তারা বেশ উন্নতি করেছে।’

গত ১১ থেকে ১৫ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন ও অনশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কর্তব্যকাজে বাঁধাদান ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

 

আগাম জামিন খন্দকার মাহবুব তরিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর