Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ ‘ছাত্রদল নেতা’ গ্রেফতার


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ বাপ্পু কুমার দাশ(২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাপ্পু চট্টগ্রামের রাউজান কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে নগরীর আলকরণ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ২২৩ পিস ইয়াবা পাওয়া গেছে বলে সারাবাংলাকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

বিজ্ঞাপন

ওসি নেজাম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পু জানিয়েছে সে ইয়াবা সিন্ডিকেটের সদস্য। নাশকতার অর্থ যোগানের জন্য তারা ইয়াবা ব্যবসায় জড়িয়েছে। এই সিন্ডিকেটে ছাত্রদলের আরও নেতাকর্মী আছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেফতার

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, বাপ্পু রাউজান কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তিনি ওই কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বলে জানিয়েছেন।

বাপ্পু কুমার দাশ রাউজান উপজেলার ৭ নম্বর ইউনিয়নের জনৈক সুধীর কুমার দাশের ছেলে। তার বিরুদ্ধে সদরঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান রুহুল আমীন।

সারাবাংলা/আরডি/এনএইচ

ইয়াবাসহ গ্রেফতার চট্টগ্রাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর