Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে কাঁপিয়ে বিদায় নিল হংকং


১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩২

স্পোর্টস ডেস্ক।।

৩৪ ওভারে ১৭৪ রান তুলে ফেলেছে হংকং। দুই ওপেনারই আছেন অপরাজিত। সেঞ্চুরির সুবাস পাচ্ছেন নিজাকাত খান, অধিনায়ক অংশুমান রথও পেয়ে গেছেন ফিফটি। বাকি ১৬ ওভারে জয়ের জন্য করতে হবে ১১২ রান, হাতে পুরো ১০ উইকেট। ভারতের সঙ্গে অবিশ্বাস্য এক জয়ের হাতছানি খুব বেশি দূরে নয় হংকংয়ের। কিন্তু সেখান থেকে হোঁচট খেতে শুরু করল তারা, শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল ২৬ রানে। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর আজ ভারতের কাছে হেরে হংকং বিদায় নিল এশিয়া কাপ থেকে। তবে হংকং আজ বিদায় নিয়েছে মাথা উঁচু করেই।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে হংকংয়ের ব্যাটিংয়ের ১৫ ওভারের পরও যারা টিভি সেটের সামনে বসেছেন, তাদের চমকে যাওয়ার কথা। দুই ওপেনার তখনও অবিচ্ছিন্ন, তার চেয়েও বড় কথা রানও তুলছেন ২৮৫ রানের লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়ে। নিজাকাত পেসারদের খেলছিলেন দারুণ, ১২টি চারের সঙ্গে দুইটি ছয়ও মেরেছেন। অন্য পাশে অংশুমান ৯৭ বলে করে ফেলেছিলেন ৭৩ রান। কিন্তু কুলদীপ যাদবের বলে অংশুমানের আউটে শুরু ধসের। পরের ওভারেই ৯২ রানে নিজাকাত আউট হয়ে যান খলিল আহমেদের বলে। তিন বার নব্বিয়ের ঘরে কাঁটা পড়লেও সেঞ্চুরি নেই তাঁর।

এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে হংকং। বাবর হায়াত, কিনিত শাহ, এহসান খানরা চেষ্টা করলেও রান রেটের সাথে তাল মেলাতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রানে থেমে যায় তাদের ইনিংস। ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন চাহাল, ৪৮ রানে খলিল নিয়েছেন ৩ উইকেট। তবে ১২৭ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা শিখর ধাওয়ান।

তার আগে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ১২০ বলে ১৫ চার ও ২ ছক্কায় দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে ধাওয়ানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত শর্মা। এরপর এহসান খানের বলে নিজাকাত খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। দ্বিতীয় উইকেট জুটিতে ধাওয়ানের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন আম্বাতি রাউডু। তবে দলীয় ১৬১ রানে এহসান নেওয়াজের বলে স্কট ম্যাকচেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রাউডু।

এরপর ধাওয়ানের সঙ্গে যোগ দেন দিনেশ কার্তিক। দলীয় ২৪০ রানে কিনচিত শাহ’র বলে তানভীর আফজালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা ধাওয়ান। তবে এরপর ব্যাটিংয়ে নেমে হতাশ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এহসান খানের বলে ম্যাকচেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর দলীয় ২৭৭ রানে আউট হয়ে ফিরে যান ৯ রান করা বিনয় কুমার। পাঁচ রানের ব্যবধানে শূন্য হাতে ফেরেন শারদুল ঠাকুর। শেষদিকে কেদার যাদব ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

হংকংয়ের কিনচিত শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এহসান খান ২টি উইকেট নেন। এহসান নেওয়াজ ও আইজাজ খান ১টি করে উইকেট নেন।

সারাবাংলা/ এএম

এশিয়া কাপ ২০১৮ হংকং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর