চট্টগ্রামের হোটেলে নারায়ণগঞ্জের ব্যবসায়ীর লাশ
১৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় নারায়নগঞ্জের একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালী থানার পুরাতন গির্জা এলাকায় আরাম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
গণেশ চন্দ্র সাহা (৬০) নামে এই ব্যক্তি নারায়নগঞ্জ জেলার বন্দর থানার উকিলপাড়ার মৃত কিশোর শোহন সাহার ছেলে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, নারায়নগঞ্জে গণেশ সাহার হোসিয়ারি ও টেক্সটাইল কারখানা আছে। চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীদের সঙ্গে তার লেনদেন আছে। ব্যবসায়িক কাজে প্রতিমাসে তিনি চট্টগ্রামে আসেন।
গত শনিবার চট্টগ্রামে এসে তিনি আরাম আবাসিক হোটেলে উঠেন। মঙ্গলবার সকালে কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয় হোটেল কতৃর্পক্ষ। দুপুরে ওই কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
কামরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, সম্প্রতি তিনি ব্যবসায় বড় ধরণের লোকসান করেছেন। চট্টগ্রামের ব্যবসায়ীরাই তার কাছে কমপক্ষে দুই কোটি পান। নারায়নগঞ্জেও অনেকে তার কাছে কয়েক কোটি টাকা পান। মানসিক অবসাদ থেকেই তিনি সম্ভবত আত্মহত্যা করেছেন।
সারাবাংলা/আরডি/এমআই