Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না দুই আইনজীবী


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে এসেছেন দুই আইনজীবী।

মঙ্গলবার পৌনে ৪টার দিকে খালেদা জিয়ার দুই আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় তারা দেখা করতে পারেননি।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সারাবাংলাকে বলেন, ‘২০ তারিখে খালেদা জিয়ার আদালত রয়েছে। আমরা আদালতের আদেশক্রমেই তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কারা কর্তৃপক্ষকে আদালতের আদেশ দেখানোর পরও অনুমতি পেলাম না। নিশ্চয় কারও কোনো চাপে কারা কর্তৃপক্ষ এমনটি করেছে।’

তিনি বলেন, ‘আমাদের মক্কেল খালেদা জিয়ার সঙ্গে আইনি বিষয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু দেখা করার অনুমতি পেলাম না। তার সঙ্গে দেখা করতে না পারলে আমরা আদালতকে ২০ তারিখে কী বলব?’

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘খালেদা জিয়া আদালতে আসতে অনীহা প্রকাশ করেছে, কারা কর্তৃপক্ষের এমন বক্তব্য মিথ্যা। এ বিষয়টি খালেদা জিয়ার কাছ থেকে যাচাই করার জন্যই এসেছিলাম।’

‘আমরা বুধবার (১৯ সেপ্টেম্বর) আবার আসব। আশা করি, আগামীকাল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার ‍সুযোগ পাব।’

সারাবাংলা/ইউজে/একে

কেন্দ্রীয় কারাগার খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর