কর্মীদের হাতে ছাত্রদল নেতা খুন
১ জানুয়ারি ২০১৮ ১৮:০০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:৩৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট
সিলেটের কোর্ট পয়েন্টে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা খুন হয়েছে। নিহত আবুল হাসনাত শিমু (২৫) সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল ওয়াহাব সারাবাংলাকে জানান, নিহত ওই তরুণকে তার নিজ দলের কর্মীরাই ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে র্যালী বের করে ছাত্রদলের মীরবক্সটুলা গ্রুপের কর্মীরা।
এ অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালীর পেছনের অংশে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষকালে একই গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে শিমুকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুর মৃত্যু ঘটে। নিহত ছাত্রদলকর্মী শিমুর বাড়ি নগরীর শাহী ঈদগাহ এলাকায়।
সারাবাংলা/আরসি/জেডএফ