রদবদল হচ্ছে মন্ত্রিসভায়, বঙ্গভবনে শপথ কাল
১ জানুয়ারি ২০১৮ ১৮:০১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:৩৪
আকার বাড়ছে মন্ত্রিসভার। নির্ভরশীল সূত্র সারাবাংলাকে জানিয়েছে, আগামীকাল বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ লহ্মীপুরের সংসদ সদস্য শাজাহান কামাল ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারসহ আরো কয়েকজন।
ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিদের শপথ অনুষ্ঠিত হবে।
নতুন মন্ত্রীদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন। মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর পর মন্ত্রীর পদটি খালি ছিল। ১৬ ডিসেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়ার এই সংসদ সদস্য।
সারাবাংলা/একে