সিরিয়ায় রাশিয়ার সামরিক বিমান উধাও!
১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
রাশিয়ার একটি সামরিক বিমান সিরিয়ার আকাশ থেকে উধাও হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ১৪ জন আরোহী নিয়ে ইলিউশিন-২০ নামের রুশ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমধ্যসাগরে অবস্থানকালীন সময়ে বিমানটির বৈমানিকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার লাটাকিয়ায় কিছু সরকারি ভবনের ওপর বিমান হামলা চালাচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনী। সে সময় লাটাকিয়ায় হামেইমিম বিমানঘাঁটিতে ফেরার পথে রুশ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়।বিমানটি সিরিয়া উপকূল থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ওই অঞ্চলে ফরাসি যুদ্ধবিমান থেকে রকেট ছোঁড়ার দৃশ্য শনাক্ত করেছে রাশিয়ার রাডার সিস্টেম।
রুশ গোয়েন্দা ইলিউশিন-২০ বিমানটি, সাইড লুকিং এয়ারবোর্ন রাডার, স্যাটেলাইট সিস্টেম, ইনফারেড ও অপটিক্যাল সেন্সর প্রযুক্তি সম্পন্ন। সিরিয়ার আকাশে শত্রুদের ওপর নজর রাখতে বিমানটি ব্যবহার করে রুশ সেনারা।
বিমানটি নিখোঁজের ব্যাপারে সিরিয়া সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। বিমানে হামলার কথা নাকচ করেছে ফ্রান্সও। সেইসাথে চুপ রয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, সিরিয়ায় সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহীদের নির্মূল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতার রাখতে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া। যুদ্ধে সাড়ে তিন লাখ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এনএইচ