Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় র‌্যাব-৭ এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে মৃতরা হলেন, চট্টগ্রামের সীকাতুন্ড এলাকার আব্দুস সামাদ (২৭) ও যশোর এর অভয়নগরের মোঃ আবু হানিফ (৩০)। এছাড়া, ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, আজ (মঙ্গলবার) ভোরে ঘটনাস্থল মরিচ্যা র‌্যাব ক্যাম্পে নিয়মিত টহলরত অবস্থায় সন্দহেভাজন একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে হঠাৎ ট্রাক থেকে গুলিবর্ষণ শুরু হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে আব্দুস সামাদ ও মোঃ আবু হানিফ এর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, দেশি-বিদেশি দুইটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৮ রাউন্ড খালি খোসা।

তিনি বলেন, খবর নিয়ে জানা যায় মৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মৃত দুজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

কক্সবাজার বন্দুকযুদ্ধ র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর