মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ ২ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
রাজধানীর মোহাম্মদপুরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন মারা গেছেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, গতরাতে দায়িত্ব পালনের সময় তারা জানতে পারেন যে কবরস্থানের ভেতরে দুই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
এসআই আনিছুর রহমানের দাবি, মৃত দুই ব্যক্তি একটি ডাকাত দলের সদস্য। র্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা মারা গেছে। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তবে আনুমানিক ২৮ ও ৩০ বছর বয়সী এই দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লাশদুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএইচ/এসএমএন