নিষ্পাপ মুখে স্বর্গের হাসি
১ জানুয়ারি ২০১৮ ১৭:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:৩৪
হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ থেকে ফিরে
সকাল সাড়ে ১০টা। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ার মোড় এলাকার এক সরিষা ক্ষেতের আইল বেয়ে খুশি মনে বাড়ি ফিরছিল কয়েকজন কিশোর-কিশোরী। চোখে মুখে তাদের খুশির ছাপ। ওরা পড়ে বড়বর্তা প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বই হাতে, কলরবমুখর বাড়ি ফেরা তাদের। যেন স্বর্গের হাসি ভর করেছে ওদের মুখে।
সবার হাতেই নতুন বই। উল্টিয়ে-পাল্টিয়ে হাত বুলিয়ে ঘ্রাণ নিচ্ছিল তারা।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পাওয়ার খুশিতে হাসিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল তাদের মুখ। বিনামূল্যে পাঠ্যবই পেয়ে খুশিতে আত্মহারা তাদের অবুঝ-কিশোর মন।
সরিষা ক্ষেতের আইলে বই বুকে নিয়ে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী বর্ষা। আইল ধরে বাড়ি ফিরছিল সে। নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে হাসিমুখে বর্ষার উত্তর, খুবই ভালো লাগছে।
একইসময় কথা হয় ক্লাস থ্রি’র শিক্ষার্থী নাহিদের সঙ্গে। নাহিদ বলে, এবার টু থেকে থ্রি’তে উঠেছি। নতুন বই পেয়ে বেশ ভালো লাগছে।
নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে দেখা হয় একই স্কুলের এবাদতের সঙ্গে। নতুন বই পেয়ে এবাদতের চোখে মুখেও অনেক আনন্দ। খুশিতে ভরে উঠেছে তার মন।
এবাদত বলে, এবার সবগুলো বই নতুন পেয়েছি। আগামীতেও যেন এরকম নতুন বই পাই।
সারাবাংলা/একে