Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে কাউন্সিলর রিপন হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মেহেরপুর : মেহেরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত চারজনের মধ্যে আকালি মিয়া ও আব্দুল হালিমকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে বাকি দুই আসামি-লাল্টু মিয়া ও মাসুদ রানা পলাতক রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১ এপ্রিল রাতে মেহেরপুর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় গুরুতর আহত হন পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন। চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় রিপনের বাবা বাদি হয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তৎকালিন পৌর মেয়রের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রকে বাদ দেয়। এতে নারাজি দিলে পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করে এবং একই অভিযোগপত্র দেয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক জানান, সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে সোমবার চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত।

সারাবাংলা/এসএমএন

 

কাউন্সিলর রিপন যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর