Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিভার্সিটি অব ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ডের উদ্বোধন


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ইউনিভার্সিটি অব ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু করেছে সিটি ব্যাংক।

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলানায়তনে এক অনুষ্ঠানে কার্ডটির উদ্ধোধন হয়। সিটি ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই কো-ব্যান্ডেড ক্রেডিট কার্ডটি চালু করেছে।

আয়োজকরা জানান, সিটি ব্যাংক ইস্যুকরা দি ইউনিভার্সিটি অব ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের দৈনন্দিন প্রয়োজনে কাস্টমাইজড সেবা ও সুবিধা প্রদান করবে। এই কার্ডের সঙ্গে শুরুতেই গ্রাহকরা পাবেন একটি ওয়েলকাম ভাউচার যাতে বিভিন্ন পণ্য ক্রয়ে ছাড় পাওয়া যাবে। এই কার্ডের সেবাগ্রহীতাদের বার্ষিক ফি দিতে হবে না এবং প্রিয়জনের জন্য বিনামূল্যে পাবে একটি সাপ্লিমেন্টারি কার্ড। এই কার্ড গ্রাহকরা অন্যান্য আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকদের মতোই পাবেন মেম্বরশিপ রিওয়ার্ড পয়েন্টস, বিনাসুদে ফ্লেক্সিবাই, ফ্লেক্সিলোন, কার্ড চেক ইত্যাদি সেবা।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সমিতির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব ভাইস চেয়ারম্যান তাবাস্সুম কায়সার, সিইও সোহেল আর কে হুসেইন, আমেরিকান এক্সপ্রেস এর গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট দিব্য জৈন প্রমুখ।

বিজ্ঞাপন

সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দি ইউনিভার্সিটি অব ঢাকা ঢাকা আমেরিকান এক্সপ্রেস কার্ড সেবা চালু করতে পেরে সিটি ব্যাংক পরিবার গর্বিত। আমরা প্রথমবারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কো-ব্রান্ডেড কার্ড সেবা চালু করলাম।

সারাবাংলা/কেকে/এমআই

আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর