Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজ জয়ে শুরু পাকিস্তানের


১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৪

।। স্পোর্টস ডেস্ক ।।

ঢাকা: প্রতিপক্ষ হংকং কখনোই হারাতে পারেনি তাদের। পাকিস্তানের সামনে অনুমিতভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এখনো ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া দলটি। গ্রুপ বি তে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান। হংকংয়ের ছুঁড়ে দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্যটা টপকে গেছে ৮ উইকেট ও ২৬.২ ওভার হাতে রেখে।

টস জিতে ব্যাট করে ৩৭.১ বলেই থেমে যায় হংকংয়ের ইনিংস। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টে জায়গা পাওয়া হংকংয়ের ব্যাটসম্যানরা। ওপেনার নিজাকাত খান ১৩ ও আংশুমান রাথ ১৯ রান করে আউট হন।

দলীয় ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপর দলের হাল ধরেন কিনচিত শাহ ও আইজাজ খান। ৩১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯৭ রানে ব্যক্তিগত ২৭ রানে উসমান খানের বলে বোল্ড হয়ে ফিরে যান আইজাজ খান। একদিক থেকে দলের হাল ধরার চেষ্টা করেন কিনচিত শাহ। কিন্তু, দলীয় ৯৭ রানে শূন্য হাতে ফিরে যান স্কট ম্যাকচেইন ও তানভীর আফজাল। দুই রানের ব্যবধানে হাসান আলীর বলে শাদাব খানের কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কিনচিত শাহ (২৬)।

শেষ উইকেট ১৭ রানের জুটি গড়েন এহসান নওয়াজ (৯) ও নাদিম আহমেদ (৯)। দলীয় ১১৬ রানে ভুল বোঝাবুঝিতে রানআউট হন এহসান নেওয়াজ। আর তাতেই হংকংয়ের ইনিংস থামে ১১৬ রানে।

পাকিস্তানের সর্বোচ্চ ৩টি উইকেট নেন উসমান খান। হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট নেন। ফাহিম আশরাফ নেন ১টি উইকেট।

এই রান তাড়া করতে নেমে শুধু ফাখার জামান ও বাবর আজমের উইকেট হারিয়েছে পাকিস্তান। ২৭ রানে ২৪ রান করার পর ফাখার আউট হয়েছেন এহসান খানের বলে। ৩৬ বলে ৩৩ রান করে আউট হয়েছেন বাবর। তাঁর উইকেটও নিয়েছেন এহসান। ইমাম উল হক ও শোয়েব মালিক অবিচ্ছিন্ন থেকেই এনে দিয়েছেন জয়। ওপেনার ইমাম অপরাজিত ছিলেন ৬৯ বলে ৫০ রান করে, মালিক অপরাজিত ছিলেন ১১ বলে ৯ রানে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/ এএম

ওয়ানডে পাকিস্তানের জয়

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর