Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাসের ডগায় শিশিরের মুক্তা, তবে কি শীতের আগমনী বার্তা!


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৪

।। মাহিদুল ইসলাম রিপন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর : রাতের আঁধার কেটে ভোরের আলোর মাধ্যমে প্রকৃতি পেয়েছে একটি নতুন দিন। পাখিদের কিচির মিচিরের মধ্য দিয়ে আকাশ আলো করে জেগে উঠেছে সূর্য।

চমৎকার রৌদ্রজ্জল এই সকাল বলছে, আজ আশ্বিনের প্রথম দিন।

ঠিক এই সময় দিনাজপুরে সদ্য লাগানো আমনের চারাগুলো বেড়ে উঠছে। ওদের এখন কিশোরবেলা। কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। কৃষকের ফসলি জমির সবুজ আর ঘাস গাছ-পালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য এনে দিয়েছে।

আর এই শিশিরসিক্ত সবুজ ঘাস ও লতা-পাতা যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টির পানি জ্বলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে কুয়াশা হিসেবে দেখা যাচ্ছে। আগামী দুয়েকদিনের মধ্যে এই চিত্র থাকবে না বলেও জানিয়েছেন তারা।

আশ্বিনের প্রথম দিনে সকালের শিশির ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে শীতের অনুভূতি নিতে আসা শহরের কালিতলা এলাকার বাসিন্দা ফিরোজ আলম তানজু সারাবাংলাকে জানান, দিনব্যাপী গরম থাকলেও রাত গরমের দাপট কমে শীত শীত মনে হয়। গত কয়েকদিন ধরেই দিনে গরম ও সন্ধ্যার পর হালকা শীতের অনুভূতি হচ্ছে। বিশেষ করে রাতে মোটরসাইকেল আরোহীরা শীতের আমেজ পাচ্ছেন সবচেয়ে বেশি। তিনি জানালেন, সকালের শিশির ভেজা ঘাসে হেঁটে শীতের অনুভূতি পেতে ভালো লাগছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আসলে এই চিত্রটিকে কুয়াশা বলা যাবেনা। এগুলো গত কয়েকদিনের বৃষ্টিপাতের পানির জ্বলীয় বাষ্প। আগামী কয়েকদিনের মধ্যেই এমন চিত্র থাকবে না। আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভবনা নেই। বৃষ্টিপাত হলেও দুই থেকে আড়াই মিলিমিটার ছিটেফোঁটার মতো হতে পারে। তবে চলতি মাসের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে।’

বিজ্ঞাপন

আশ্বিনের প্রথম দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

সারাবাংলা/এসএমএন

আশ্বিন ঘাসের ওপর শিশির বিন্দু