বাংলাক্রাফ্ট-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফ্ট)-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১২ই সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে উইমেনস্ ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
আশরাফুর রহমান, সভাপতি, বাংলাক্রাফ্ট, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন।
সভায় সমিতির নির্বাহী কমিটির সদস্য ও অন্যান্য সদস্যগণ সভা শেষে নৈশভোজে অংশগ্রহণ করেন।
সেখানে উপস্থিত ছিলেন জনাব মুশতাক হাসান মুহ. ইফতিখার, চেয়ারম্যান-বিসিক। ড. সৈয়দ মো. ইহসানুল করিম, পরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। জনাব আব্দুর রৌফ, পরিচালক, পণ্য, ইপিবি।
সারাবাংলা/এমআই