Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীমকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের কর্মকতা ও ব্যক্তিগত সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীমকে দেখতে গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৫ সেপ্টম্বর) ল্যাবএইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন এই কর্মকর্তাকে দেখতে গিয়ে চিকিৎসা এবং শারীরিক সুস্থতার খোঁজখবর নেন ওবায়দুল কাদের।

দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে যান এবং শামিমের শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান। এ সময় চিকিৎসাধীন শামিমের সঙ্গে অবস্থানকারী গিয়াস উদ্দিন সারাবাংলাকে এ তথ্য জানান।

গত মঙ্গলবার সাবেক এই ছাত্রনেতা শামিমের ওপেন হার্ট সার্জারির অপারেশন করা হয় ল্যাবএইড, হসপিটালে।

সারাবাংলা/এনআর/এমআই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর