Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে অপহরণ, ৩ দিন পর রূপগঞ্জ থেকে কলেজছাত্রী উদ্ধার


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপরহরণের তিনদিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

অপহৃত শিক্ষার্থীর মায়ের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক নাদিরুজ্জামান বলেন, নরসিংদীর একটি কলেজে পড়তেন ওই ছাত্রী। গোলাকান্দাইল এলাকার হৃদয় মিয়া কলেজের আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে বিরক্ত করত। হৃদয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। এরই জের ধরে গত ১১ সেপ্টেম্বর বিকেলে হৃদয় মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন মিলে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় মিয়া পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

সারাবাংলা/এসএমএন

অপহরণ কলেজছাত্রী নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর