Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করার সময় শুরু


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩০

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাবি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনের সময় শুরু হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগামী ২১ অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়টির ওয়েব সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ বা তার পরবর্তী এসএসসি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.০০ এবং ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড কমপক্ষে ১৮.০ পেয়েছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে আলাদাভাবে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৪.০ এবং ইংরেজিতে ন্যূনতম ৩.৫ পেয়ে পাশ করতে হবে।

অন্যদিকে ও লেভেল পরীক্ষায় ন্যূনতম পাঁচটি বিষয়ে বি গ্রেড এবং ২০১৭ সালের নভেম্বরের পর এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে ন্যূনতম বি গ্রেড পেতে হবে।

একইসঙ্গে পরীক্ষার জন্য অনলাইনে ‘ক’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৮৫০ টাকা ও ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছুদের ৯৫০ টাকা ফি দিয়ে ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে।

এদিকে আবেদনকারীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে যোগ্য ৮ হাজার ভর্তিচ্ছুর তালিকা আগামী ৪ অক্টোবর প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীরা আগামী ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে রুয়েট ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

আগামী ২১ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা এবং সকাল ৯টা থেকে ১২.১০ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (ruet.ac.bd) এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০১৭৮০-৩২৭২৫০ এবং ০১৭৮০-৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

উল্লেখ্য, এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ১৪টি বিভাগে সর্বমোট এক হাজার ২৩৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএমএন

ভর্তি পরীক্ষা রুয়েট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর