মেক্সিকোতে বন্ধুকধারীর গুলিতে ৩ পর্যটকের মৃত্যু
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ঐতিহ্যবাহী মারিয়াচি সঙ্গীতশিল্পীদের পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তিন পর্যটক মারা গেছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শহরের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ প্লাজা গারিবালদির কাছে এই গুলি চালানোর ঘটনা ঘটে। আর গুলি বর্ষণ শেষেই মোটরবাইকে ঘটনাস্থল ত্যাগ করেন ওই বন্দুকধারী।
দেশটির তেপিতো জেলার সীমান্তেই প্লাজা গারিবালদির অবস্থান। এই স্থানটি আবার লা ইউনিয়ন নামে কুখ্যাত একটি মাদক চোরাচালান চক্রের আস্তানাও। এই চক্রের প্রধান এল বেতিতোকে গ্রেপ্তার পর থেকে গত কয়েক মানে এই এলাকায় সহিংসতার মাত্রা বেড়ে গেছে।
২০১৪ সালের পর থেকে মেক্সিকোর রাজধানীতে খুনের সংখ্যা বেড়ে গেছে। ২০০৬ সালের ডিসেম্বর মাস থেকে মেক্সিকো সরকার অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার করার পর থেকে দুই লাখেরও বেশি মানুষ মারা গেছেন বা গুম হয়েছেন।
তবে ২০১৭ সাল ছিল মেক্সিকোর জন্য সবচেয়ে সহিংসতার বছর। সরকারি হিসাব অনুযায়ী ২৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।
সারাবাংলা/এসএমএন