ঢাবির চারুকলায় ১ আসনের জন্য ১২২ জনের লড়াই
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২১
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট এর অধীনে ১ম বর্ষ বিএফএ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে এ ইউনিটে আসন সংখ্যা ১৩৫টি। এ আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ১৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়েছেন ১২২ জন শিক্ষার্থী।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন কয়েকটি পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা অনুষদের ডিন অফিসে উপস্থিত থেকে ভর্তিপরীক্ষা পর্যবেক্ষণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘সবার সহযোগিতায় সুন্দরভাবেই ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
উল্লেখ্য, চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ১৬,৪৮০জন ভর্তিচ্ছু শিক্ষার্থী শনিবার পরীক্ষায় অংশ নিয়েছেন।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সারাবাংলা/এসএমএন/একে