বায়রার প্রেসিডেন্ট বেনজির, মহাসচিব নোমান
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জনশক্তি রফতানিকারকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০১৮-২০ মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সাবেক সংসদ সদস্য ও আহমেদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বেনজির আহমেদ প্রেসিডেন্ট এবং মেসার্স সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শামীম আহমেদ চৌধুরী নোমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ইস্কাটনের বায়রা কার্যালয়ে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
২০১৬ সালের ১৩ জুলাই দুই বছরের জন্য বায়রায় বেনজীর-স্বপন কমিটি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটির মেয়াদ ছিল চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত। গত ২২ মার্চ বায়রার নির্বাচন বোর্ড নির্বাচনের জন্য ২৪ জুন তারিখ ঘোষণা করে। এ অবস্থায় ৮ মে বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে আগের কমিটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২৮ মে বায়রার বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ ৯ মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়। রুলে কমিটির মেয়াদ বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ৮ মে’র আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়।
এরপর বায়রার ১০ জন সদস্য হাইকোর্টে আরেকটি আবেদন করেন। এর শুনানি শেষে হাইকোর্ট ৪ জুলাই ওই আদেশ দেন। এ আদেশ অনুযায়ী, ১২ জুলাই বায়রার আগের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পর ১৩ জুলাই এ সংগঠনের প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (ডিটিও) পরিচালক। এ সময় আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন বলে জানানো হয়। সে মোতাবেক শুক্রবার বিকালে সর্বসম্মতিক্রমে ২০১৮-২০ মেয়াদি কার্যনির্বাহী কমিটির ২৭ কর্মকর্তা মনোনীত করে বিজয়ী ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন— উর্ধ্বতন সহসভাপতি হিসেবে মেসার্স জাহরাত অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. শফিকুল আলম (ফিরোজ), সহসভাপতি-১ মেসার্স আকাশ ভ্রমণের স্বত্বাধিকারী মনসুর আহমেদ কালাম, সহসভাপতি-২ মেসার্স ফোর সাইট ইন্টারন্যাশনাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, সহসভাপতি-৩ মেসার্স অর্কিড ভিউ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল আরীফ, যুগ্ম-মহাসচিব-১ মেসার্স এ্যালিগেন্টস ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব-২ মেসার্স মেট্রোপলিটন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব-৩ মেসার্স আরমান এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সাজ্জাদ হোসেন, অর্থ সচিব মেসার্স নিউ এজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সওকত হোসেন সিকদার, ক্রীড়া-বিনোদন ও সাংস্কৃতিক সচিব মেসার্স কেমটেক্স ওভারসিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম নাজমুল হক, জনসংযোগ সচিব মেসার্স স্টার ম্যানপাওয়ার সার্ভিস ব্যবস্থাপনা অংশীদার মোহাম্মদ আলী সিদ্দিকী (খোকন) এবং সদস্য কল্যাণ সচিব মেসার্স ফ্রিডম ওভারসিজের স্বত্বাধিকারী কফিল উদ্দিন মজুমদার।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন— মেসার্স গ্রিনল্যান্ড ওভারসিজের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হাই, মেসার্স এ এস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেন, মেসার্স সন্ধানী ওভারসিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মোসলেহ উদ্দিন, মেসার্স অর্ণব অর্ণা ওয়ার্ল্ড ভিশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, মেসার্স ফালাহ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, মেসার্স উজান ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. হারুন-অর-রশীদ, মেসার্স সেতু এয়ার এভিয়েশন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, মেসার্স আল-আরফাহ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা অংশীদার মো. মিজানুর রহমান মজুমদার, মেসার্স প্রাইম ওভারসিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেন মজুমদার, মেসার্স মিডওয়ে ওভারসিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল হায়দার ভূঁইয়া, মেসার্স জান্নাত ওভারসিজের স্বত্বাধিকারী লিমা বেগম, মেসার্স অ্যাকটিভ ম্যানপাওয়ার সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী, মেসার্স এম এম আর ওভারসিজ বিজনেসের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. গোলাম মাওলা রিপন, মেসার্স বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিজের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম চৌধুরী।
সারাবাংলা/ইউজে/