কারাগারে যাচ্ছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড
১৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাচ্ছে আজ শনিবার (১৫ সেপ্টেম্বর)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাঁচ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডটির সকাল ১১টার দিকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাবে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।
বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়টির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসার সমন্বয়ে খালেদা জিয়ার জন্য এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সূত্র জানায়, মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার সকালে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে চিঠি পেয়েছেন। সদস্য পাঁচ জনকে বলা হয়েছে, তারা যেন হাসপাতাল ত্যাগ না করেন। কর্তৃপক্ষ গাড়ি পাঠালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তারা কারাগারে যাবেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। ওই দিনই তাকে আদালত থেকে নেওয়া হয় পুরাতন কেন্দ্রীয় কারাগারে। তিনি সেখানে সাজা ভোগ করছেন।
খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর থেকেই বিএনপি দাবি করে আসছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি করা হয়।
এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার একাধিক শুনানির তারিখ পড়লেও সেসব শুনানিতে শারীরিক অবস্থার কথা উল্লেখ করে হাজির হননি খালেদা জিয়া। সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার ওই আদালত স্থানান্তর করা হয় কারাগারে। ৫ সেপ্টেম্বর কারাগারেই বসে আদালত। সেদিন আদালতে হাজির হয়ে খালেদা জিয়া বলেন, শারীরিক অবস্থার কারণে তার পক্ষে আর আদালতে হাজির হওয়া সম্ভব না। আদালত যা খুশি সাজা দিতে পারেন। পরে ১২ ও ১৩ সেপ্টেম্বর কারাগারে আদালত বসলেও হাজির হননি খালেদা জিয়া।
এর মধ্যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড কিংবা অ্যাপোলো হাসপাতালে ভর্তির কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ীই বিএসএমএমইউয়ের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড।
সারাবাংলা/জেএ/ইউজে/টিআর