Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির পাহাড়তলী থানার ওসি পদে আবারও রদবদল


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামকে সরানো হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নগরীর আকবর শাহ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশকে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো.মাহবুবর রহমান এই আদেশ দিয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, সদীপ কুমার দাশকে পাহাড়তলী থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে নগর গোয়েন্দা পুলিশের বদলি করা হয়েছে।

গত বছরের ৭ নভেম্বর পাহাড়তলী থানার তৎকালীন ওসি আলমগীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। এরপর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন রফিকুল ইসলাম।

দুই বছর আগে সদীপ কুমার দাশ আকবর শাহ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) হয়ে সিএমপিতে পদায়ন হয় এই কর্মকর্তার।

সারাবাংলা/আরডি/এনএইচ

প্রশাসনে রদবদল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর