Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়: হর্ষবর্ধন শ্রিংলা


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৪

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভারত সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্পের চেক বিতরণ অনু্ষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হর্ষবর্ধন শ্রিংলা তার বক্তব্যে ভারত-বাংলাদেশের বিভিন্ন যৌথ উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি গত কয়েকবছরে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সফলতার নানাদিক তুলে ধরেন।

বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মুক্তিযোদ্ধারা আমাদের দুই দেশের এক পবিত্র বন্ধন। এই মহান জাতির পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা মুক্তিযুদ্ধের সময় চরম কষ্ট সহ্য করেছেন। বর্তমান ও পরবর্তী প্রজন্ম তাদের অবদানের প্রতি চিরঋণী।’

তিনি বলেন, ‘ভারত সরকার এই ভূমির বীর ‘পুত্র-কন্যাদের’ আত্মদানকে স্বীকৃতি দেয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা স্মরণে এবং দেশের একটি উন্নত ভবিষ্যতের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদানকে সম্মান জানাতে কয়েকটি কল্যাণমূলক উদ্যোগ এবং প্রকল্প হাতে নেওয়া করা হয়েছে।’

ভারত সরকার ২০০৬ সালে প্রথম মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্পটি চালু করেছিল এবং ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন প্রকল্পের ঘোষণা দেন। এই প্রকল্পগুলি একত্রিত হলে, ভারত সরকারের মোট ৫৬ কোটি টাকা ব্যয় করবে। ভারত সরকার স্নাতক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের শিক্ষা সহায়তা হিসেবে বৃত্তি প্রদান করে। এ বৃত্তি প্রকল্প থেকে ২১ হাজারের বেশি শিক্ষার্থী সরাসরি উপকৃত হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের দুদেশের সম্পর্কের বর্তমান সময়কে ‘সোনালী অধ্যায়’ বলে অভিহিত করেছেন। ভারত ও বাংলাদেশ যৌথভাবে অনেক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে কাজ করছে।’ প্রেস বিজ্ঞপ্তি।

সারাবাংলা/একে

বাংলাদেশ-ভারত হর্ষবর্ধন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর