Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পরিশ্রমে দেশ আজ রোল মডেল: রেলমন্ত্রী


১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল।’

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করে দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।’

ডিএসইসি’র সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসইসির সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমদ, শাহ মোহতাসিম বিল্লাহ, আশরাফুল ইসলাম ও নাছিমা আক্তার সোমা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা।

শিক্ষার্থীদের উদ্দেশে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, তোমাদের বেশি বেশি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তাহলে তোমরা সত্যিকারভাবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ জনকে মেধাবৃত্তি দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ।

সারাবাংলা/একে

ঢাকা সাব এডিটরস কাউন্সিল রেলমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর