জেলখানায় আদালত অ্যাবসার্ড: ড. কামাল
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কারাগারে আদালত স্থাপনের বিষয়টিকে ‘অ্যাবসার্ড’ বলে আখ্যা দিয়েছেন গণফোরাম সভাপতি ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন।
তিনি বলেন, কারাগার ও আদালত দু’টো আলাদা বিষয়। কারাগারে আদালতে— এটা অ্যাবসার্ড।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সঙ্গে এক মতবিনবময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঢাকা বিশেষ জজ আদালত স্থানান্তর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ পরিচালনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে মতবিনিময়ে সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র, নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সিনিয়র আইনজীবী ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, গত ৪৬ বছরে দেখেছি, একটানা ১০ বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই এত কিছু করে কী হবে?
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের নিবন্ধন নেই, কিন্তু তাদের কাজও থেমে নেই। তারা মোটিভেটেড দল।
যুক্তফ্রন্টের সঙ্গে রাজনৈতিক জোট প্রসঙ্গে ড. কামাল বলেন, আমরা সরকারবিরোধী কোনো কাজ করছি না। আমরা সংবিধান রক্ষার জন্য কাজ করছি।
সারাবাংলা/এমএস/টিআর