উন্নয়নের স্বার্থে আবারও আ.লীগকে ভোট দেওয়ার আহ্বান
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম উপজেলা সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। এজন্য জনগণকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলাসহ অন্যরা।
পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর, কুদুর মার্কেট, হারিন্দা, মুশুরী, ভক্তবাড়ি এলাকায় গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
সারাবাংলা/এসএমএন